যুক্তরাজ্যে ভোট পড়েছে ৬৬.১ শতাংশ

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে ভোট পড়েছে ৬৬ দশমিক ১ শতাংশ। আর ভোট দিয়েছেন ৪ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৩৮৬ ভোটার।

গৃহীত ভোটের শতকরা হিসেবে এবার কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ। ১ কোটি ১৩ লাখ ৩০৩ পেয়ে ৩৩১টি আসন দখলে নিয়েছে। ২০১০ সালের নির্বাচনে তারা পেয়েছিল ৩৬ দশমিক ১ শতাংশ ভোট। আসন ছিল ৩০৬টি।

এবারের নির্বাচনে লেবার পার্টি পেয়েছে ৩০ দশমিক ৪ শতাংশ ভোট। আসন পেয়েছে ২৩২টি। ৯৩ লাখ ৪৪ হাজার ৩২৮ ভোট পেয়ে ২৩২টি আসন অর্জন করেছে দলটি। গতবারের নির্বাচনে ২৯ শতাংশ ভোট পেয়ে ২২৯টি আসন সংরক্ষিত করেছিল লেবাররা। এবার টোরি পার্টির চেয়ে ২০ লাখ ভোট কম পেয়েছে লেবার পার্টি।

গতবারের নির্বাচনে জিতেছিল এমন ২৪টি আসনে এবার হেরেছে লেবার পার্টি। কিন্তু ২৫টি আসনে এবার নতুন জয় পেয়েছে টোরি পার্টি। অবশ্য জনপ্রিয় ভোটে প্রায় দেড় শতাংশ ভোট গতবারের চেয়ে বেশি পেয়েছে লেবার পার্টি। আর রক্ষণশীল কনজারভেটিভ পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ বেশি ভোট। কিন্তু আসন দখলের লড়াইয়ে এগিয়ে গেছে তারা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই