যুক্তরাজ্যে নির্বাচনী ইশতেহারে বোরখা নিষিদ্ধের প্রতিশ্রুতি

যুক্তরাজ্যে মুখ ঢাকা বোরখা নিষিদ্ধের একটি প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে যাচ্ছে ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি (ইউকিপ)। সোমবার দলের নেতা পল নাটাল এ ঘোষণা দিয়েছেন।

নাটাল দাবি করেছেন, প্রকাশ্যে রোরখা পরিধান সামাজিক সম্প্রীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। ইসলামি ঐতিহ্যের অংশ হিসেবে লন্ডনে মুসলমানদের মধ্যে যে শরিয়াহ আইন প্রচলিত রয়েছে, তা নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তিনি।

ইউকিপের প্রাক্তন নেতা নাইজেল ফারাজ ২০১০ সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের সময় দলের ইশতেহারে বোরখা নিষিদ্ধের প্রতিশ্রুতি সংযুক্তের প্রস্তাব দিয়েছিলেন। তবে ২০১৫ সালে দলের ইশতেহারে এটি আর যুক্ত করা হয়নি।

প্রসঙ্গত, ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে মুখঢাকা বোরখা নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাজ্যে এ ধরনের কোনো আইন এখনো হয়নি।



মন্তব্য চালু নেই