যিশুর সঙ্গে আপত্তিকর ছবি তোলায় কিশোর গ্রেপ্তার

যিশুর মূর্তির সঙ্গে আপত্তিকর ছবি তোলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ। তার বিরুদ্ধে পবিত্র বস্তুকে অপবিত্র করার অভিযোগ এনেছে পুলিশ।

গত জুলাই মাসে পেনসিলভানিয়ার এভারেট শহরের একটি খ্রিষ্ট ধর্মীয় সংগঠনের সামনে থাকা মূর্তিটির সঙ্গে ছবি তোলেন ওই কিশোর। স্থানীয় দৈনকি স্মকিং গানের দেয়া তথ্য অনুযায়ী, ছবিটিতে ওই কিশোর যিশুর সঙ্গে এমন ভঙ্গিতে দাঁড়িয়েছে যাতে মনে হবে সে যিশুর সঙ্গে যৌন কর্মে লিপ্ত। কয়েক দিন আগে ছবিটি ফেসবুক আপলোড করলে বিষয়টি নজের আসে পুলিশের। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোর অপরাধী আইনের কারণে ওই তার বিরুদ্ধে আনা অভিযোগে তার সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। অবশ্য সামাজিক মাধ্যমে এ ধরনের ঘটনা এটাই দেশটিতে প্রথম নয়। এর আগেও ফেসবুকের স্ট্যাটাস, ছবি ও কমেন্টের কারণে দেশটিতে বেশ কিছ মানুষ চাকরি হারানো থেকে শুরু করে অসম্মানিত ও অপরাধী হিসেবেও চিহ্নিত হয়েছে।



মন্তব্য চালু নেই