যানজট আর কোলাহলমুক্ত রাজধানীর রাজপথ
রাতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্যে পালিত হয়েছে শবে বরাত। রাতভর ইবাদত বন্দেগী করছে মানুষ। তাই আজ সোমবার সারাদেশে সরকারি ছুটি। ছুটির কারণে রাজধানীর রাজপথের চিত্র অনেকটাই পাল্টে গেছে। নেই চিরচেনা যানজট আর কোলাহল, নেই ফুটপাতে মানুষের ভিড়।
সোমবার রাজধানীর ধানমণ্ডি, হাতিরপুল, বাংলামটর, মগবাজার, মৌচাক, মালিবাগসহ বেশ কিছু এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। প্রতিদিন যানজটের কারণে যেখানে ঘণ্টার-পর ঘণ্টা সময় নষ্ট হত সেখানে আজ যানজটের চিত্র দেখাই ভার।
শবে বরাত উপলক্ষে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নগরীর অধিকাংশ মার্কেটও রয়েছে বন্ধ। একারণে নগরীর ফুটপাতে নেই অফিস যাওয়া মানুষের ভিড়।
মৌচাক থেকে বনানী যাওয়ার জন্য বের হয়েছিলেন মোঃ কাইয়ুম নামের এক চাকুরীজীবী। তিনি বিডি বলন, ‘শবে বরাতের কারণে আজকে রাস্তায় যানজট নেই। এ কারণে চলাফেরা করতে সুবিধে হচ্ছে।’
ছুটির দিন থাকার কারণে নগরীর মোড়ে-মোড়ে অনান্য স্বাভাবিক দিনের মত নেই বাস যাত্রীদের অপেক্ষা। স্বল্প সংখ্যক মানুষকে দেখা গেছে বাসের জন্য অপেক্ষা করতে। তবে তা অনান্য স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।
উল্লেখ্য, নগরীর অধিকাংশ মুসলমান গতকাল রাতভর ইবাদত, জিকির-আজকার, কবর জিয়ারত, মিলাদ মাহফিলের মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন। এজন্য অধিকাংশ মানুষই বাসায় বিশ্রাম নিচ্ছেন। এ কারনেই নগরী প্রায় ফাঁকা-ফাঁকা লাগছে।
মন্তব্য চালু নেই