যাত্রা শুরুর অপেক্ষায় পৃথিবীর বৃহত্তম জাহাজ (ভিডিও)
যাত্রা শুরুর অপেক্ষায় পৃথিবীর বৃহত্তম জাহাজ। ‘সিএসসিএল গ্লোব’ (CSCL Globe) নামের এ জাহাজটি বর্তমানে সবচাইতে বড় মালবাহী জাহাজ। শীঘ্রই সাংহাই থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই জাহাজ।
জাহাজটি লম্বায় ১,৩১২ ফুট এবং প্রস্থে ১৯২ ফুট। মোটামুটি ৪টি ফুটবল মাঠ এ জাহাজে এঁটে যাবে। এই জাহাজ একই সাথে ২০ ফুট লম্বা ১৯ হাজার কন্টেইনার বহন করতে পারবে।
প্রথম চালানে প্রায় ২০০ মিলিয়ন ট্যাবলেট কম্পিউটার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে জাহাজটি। অন্যান্য কন্টেইনার শিপের চেয়ে ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী জাহাজটি।
সিএসসিএল গ্লোব জাহাজটি নির্মাণ করেছে হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। গত বছর মে মাসে সাংহাইয়ের মেরিন শিপিং কোম্পানি ‘চায়না শিপিং কন্টেইনার লাইন্স (CSCL) পাঁচটি জাহাজের অর্ডার দেয়। এটি তার মধ্যে প্রথম জাহাজ।
মন্তব্য চালু নেই