যাত্রাবাড়ীতে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর যাত্রাবাড়ীর মির্জাবাড়ি এলাকায় জুতা কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর শাকিল নেওয়াজ সমকালকে বলেন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভাতে আরো কিছু সময় লাগবে।
তিনি জানান, কারখানার ভেতরে রাসায়নিক দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগে যায়। ফায়ার সার্ভিস পরিচালক আরও জানান, কারখানা যেখানে অবস্থিত সেখানকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হয়।
এছাড়া কারখানার নিজস্ব কোনো অগ্নিনির্বাপনী ব্যবস্থা না থাকায় আগুন লাগার পর তা নেভাতে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সকালে ১১টা ২২ মিনিটে জুতা কারখানাটিতে আগুন লাগে বলে সে সময় জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক।
মন্তব্য চালু নেই