যশোরের কিছু খবর :

যশোরে উদ্ধারকৃত ভারতীয় সিগারেট আত্মসাতের অভিযোগ

বুধবার দুপুরে জনগনের সামনে যশোর পুলিশের টাইগার টিম ১০৫ কার্টন ভারতীয় মন্ড গ্রীন আপেল নামক সিগারেটসহ দুই যুবককে আটক করার পর ৮০ কার্টন আত্মসাত করে ২৫ কার্টন জমা দেয়ার নজির স্থাপন করেছে। এ সময় আটক যুবকদ্বয়কে ৩৪ কার্য্য বিধি আইনে চালান দিয়ে অজ্ঞাতনামা দুই আসাম্ ী উল্লেখ করে মামলা দিয়েছে।

থানা সুত্রে জানাগেছে,বুধবার দুপুরে কোতয়ালি থানার এএসআই আমিনুর রহমানসহ পুলিশের বিশেষ টিম টাইগার-১ টিম যশোর খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলা বসুন্দিয়া মোড়স্থ বেলতলা নামকস্থানের হাদিউজ্জামানের মার্কেটের সামনে থেকে ১০ প্যাকেট সিগারেটের একটি কার্টনসহ ১০৫ কার্টন ভারতীয় সিগারেট উদ্ধার করে। এ সময় সিগারেটের কাছে থাকা বসুন্দিয়া গ্রামের শের আলী বিশ্বাসের পুত্র আবিদকে পরে আবিদের মাধ্যমে বসুন্দিয়া গ্রামের রুস্তম খানের পুত্র আব্দুল্লাহকে ডেকে নিয়ে আটক করে। আটককৃতদের বিকেলের দিকে টাইগার বাহিনীতে কর্মরত এএসআই আমিনুর রহমান থানায় নিয়ে আসে। পরে তাদেরকে থানায় আটক রাখে। রাতে উক্ত এএসআই বাদি হয়ে আটককৃতদের নাম উল্লেখ ছাড়া অজ্ঞাতনামা ২ ব্যক্তি উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন।শুধু তাই নয় দুই মোটর সাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় উল্লেখ করে তাদের ফেলে যাওয়া ২৫ প্যাকেট কার্টন সিগারেট উদ্ধার দেখায়।উদ্ধারকৃত ২৫ প্যাকেট সিগারেটের মূল্য তিনি উল্লেখ করেছেন ৫০ হাজার টাকা।তাহলে আত্মসাতকৃত সিগারেটের মূল্য দেড় লাখটাকা অধিক।আটক দুই যুবককে ৩৪ কার্য্য বিধি আইনে চালান দেন।

 

যশোরে ইসলাম হত্যা মামলার আসামী আটক
যশোর অফিস: বৃহস্পতিবার যশোর কোতয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ইসলাম হত্যা মামলার আসামী ইউসুফ গাজীকে আটক করেছে। সে যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার ইউনুচ গাজীর পুত্র।
পুলিশ আটক ইউসুফ গাজী যশোরে ইসলাম হত্যা মামলার ৩ নং আসামী। মামলা নাম্বর নং ৮২(৪)১৪।

 

যশোরে ছিনতাইকারীসহ
চারজন আটক
যশোর অফিস: যশোর কোতয়ালি থানা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ শহরে পৃথক স্থানে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীসহ চারজন আটক করেছে। আটককৃতরা হচ্ছে,ঢাকা ডিএমপি এলাকার সবুজ বাগ থানার মাদার টেক এলাকার আব্দুল বারেকের পুত্র বাচ্চু মিয়া,কুমিল্লা জেলার নাঙ্গল কোট উপজেলার বাসুলংকা গ্রামের মোকসুদুর রহমানের পুত্র ইমরান হোসেন ও যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ফরিদপুর জেলা সদরের আব্দুল কুদ্দুস সরদারের পুত্র মওলা ও নড়াইল জেলার সদর উপজেলার ভূয়াখালী গ্রামের আব্দুর রউফ মোল্যার পুত্র রাজু আহম্মেদ ওরফে প্রিন্স।
বৃহস্পতিবার সকালে কোতয়ালি থানার এএসআই ইস্রাফিল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভা মঞ্চ এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগে বাচ্চু মিয়া, ইমরান হোসেন ও মওলাকে আটক করে। অপরদিকে চাঁচড়া ফাঁড়ি পুলিশ চাঁচড়া এলাকা এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের অভিযোগে রাজু আহম্মেদ ওরফে প্রিন্সকে আটক করে। পুলিম জানায় প্রিন্স শহরের চিহ্নিত ছিনতাইকারী।



মন্তব্য চালু নেই