যশোরের খবর (২৬/৯/১৪)
পরিত্যাক্ত অবস্থায় বোমা উদ্ধার:
যশোর কোতয়ালি পুলিশ অভিযান চালিয়ে দু’টি হাত বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পুলের হাট এলাকার একটি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিল। এ সময় বিদ্যালয়ের পাশে দু’টি বোমা পড়ে থাকতে দেখে ওই এলাকার সাধারন মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই বোমা উদ্ধার করে। কে বা কারা কোন উদ্দেশ্যে ওই বোমা রাখা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারিনি পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামী আটক:
বৃহস্পতিবার বিকেলে যশোর কোতয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় সাজা প্রাপ্ত আসামী আলাউদ্দিনকে আটক করেছে। সে যশোর শহরের বকচর এলাকার সদর আলীর পুত্র। পুলিশ জানায় আলাউদ্দিন সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়েছে।
চার ডাকাত আটক:
বুধবার রাতে যশোর কোতয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাত আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর ঝিকরগাছার খাস খালি গ্রামের আব্দুল আলিমের পুত্র মিন্টু ওরফে বাবু,শহরের বারান্দী পাড়া আমতলার মৃত নিজাম সরদারের পুত্র নুর আলম,যশোর শহরের শংকরপুরের মুরগী ফার্ম গেটের গোজাইর মোল্যার পুত্র রেজাউল করিম ও বারান্দী মোল্যা পাড়ার আমতলার বাড় খুদার পুত্র সাহেব আলী।পুলিশ জানায় আটককৃতরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত । এ কারনে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা জানায় এসআই আজগার আলি তাদেরকে অকারনে আটক করেছে।
চোরাই প্রাইভেটকারসহ একজন আটক:
বুধবার রাতে যশোর ডিবি পুলিশ শহরের ধর্মতলা মোড়স্থ যাত্রী ছাউনীর সামনে অভিযান চালায়। এ সময় চোরাই প্রাইভেট কার যার নাম্বর ( ঢাকা মেট্টো গ-১৩-০৩৫০) উদ্ধার করে। এ কাজের সাথে জড়িত থাকার অপরাধে আলমগীর হোসেন ওরফে আলমকে আটক করেছে। সে যশোর শার্শা উপজেলা কুল পালা গ্রামের হানেফ আলীর পুত্র। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মটর সাইকেল চুরি:
যশোর উপশহরের এক বাড়ির তালা ভেঙ্গে মটর সাইকেল চুরি করে সটকে পড়েছে চোরেরা। যার নাম্বর ( যশোর ল-১১-৪৫৩৩)।এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
বুধবার গভীর রাতে চোরেরা মৃত গোলাম কিবরিয়ার পুত্র গোলাম মর্ত্তুজার বাড়ির তালা ভেঙ্গে তার কালো রংয়ের ডিসকভার মটর সাইকেল চুরি করে সটকে পড়ে।
মারপিটে বিধবা নিহত:
যশোরে শরিফা বেগম নামে এক বিধবাকে ব্যাপক মারপিট করেছে তার ভাইপো। এ ঘটনায় ওই বিধবার মৃত্যু হয়েছে। সে মণিরামপুরের ঝাঁপা গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী।
রাবেয়া বেগম জানান শরিফা বেগম তার ভাই মোবারকের কাছে ১৬ শতক জমি পায়। গত ১৫ সেপ্টেম্বর ওই জমি সে দখল নেওয়ার চেষ্টা করে। এ সময় হাবিবুর, তার স্ত্রী পারভিনা ও প্রতিবেশি সালাম মিলে শরিফাকে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মণিরামপুর থানার ওসি মোল্যা খবির আহমেদ শরিফা বেগমের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
কোটি টাকার মুল্যের হেরোইনসহ ব্যবসায়ী আটক:
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালায়। এ সময় কোটি টাকার হেরোইনসহ বিক্রেতা শেখ সুমনকে আটক করেছে ।সে ঝিকরগাছার পঞ্চনগর গ্রামের ওয়াদুদ শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঝিকরগাছার পঞ্চনগর গ্রাম অভিযান চালায়। এ সময় শেখ সুমন আটক করে। তার বাড়ি তল্লাশী করে এক কেজি হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের দাম এক কোটি টাকা। পুলিশ জানায় সুমনের বাড়িতে ১০টি প্যাকেটে ওই এক কেজি হেরোইন ছিল।
দলিত পরিষদের মানববন্ধন কর্মসুচী পালিত:
বর্ণ বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন করেছে বংলাদেশ দলিত পরিষদ যশোর জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন ইকবাল কবির জাহিদ, দলিত পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, সহ-সভাপতি ডাঃ নারায়ণ চন্দ্র দাস, সদর উপজেলা শাখার সভাপতি ডাঃ অরবিন্দু বিশ্বাস, কেশবপুর উপজেলা শাখার সভাপতি অনীল দাস প্রমুখ।
এক যুবকের আত্মহত্যা:
যশোরে সুমন (১৮) নামের এক যুবক গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে যশোর সদরের মাহিদিয়া গ্রামের আফজাল হোসেনের পুত্র। পরিবারের লোকজন জানায় সুমন দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছে। বুধবার ভোর রাতে ঘরের আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারা আরও জানায় পেটের যন্ত্রনা সইতে না পেরে সে এ আতœহত্যা করতে পারে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু:
যশোর খুলনা মহাসড়কে লাইলা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে যশোর সদরের বসুন্দিয়া গ্রামের গোলজার আলীর বৃদ্ধা স্ত্রী। মঙ্গলবার দুপুরে লাইলা বেগম সড়ক দূর্ঘটনায় আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
হেরোইন স্পিরিটসহ দুই ব্যবসায়ী আটক:
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোতয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় রেকটিফাইট স্পিরিট ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর শহরের শংকরপুর এলাকার ইদ্রিস আলির ভাড়াটিয়া সামসের মালির পুত্র সোহরাফ হোসেন ও শহরের পূর্ব বারান্দী পাড়া ফুলতলা এলাকার মুকসেদ আলীর পুত্র আব্দুল¬াহ আল মামুন।
বুধবার দুপুরে যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের মাতৃছায়া খান সুপার মার্কেটের নীচ তলার রেজাউল ইসলাম ওরফে রেজার দোকানে অভিযান চালায়। এ সময়
আব্দুল¬া আল মামুনকে আটক করে। দোকান তল্লাশী করে ১৮৫ বোতল রেকটিফাইট স্পিরিট উদ্ধার করেছে। অপরদিকে মঙ্গলবার রাতে যশোর কোতয়ালি থানা পুলিশ শংকরপুর ছোটনের মোড়ে অভিযান চালায়। এ সময় ১০ গ্রাম হেরোইনসহ বিক্রেতা সাহরাফ হোসেনকে আটক করে। পুলিশ জানায় সাহরাফ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। হেরোইন বিক্রির করার সময় তাকে আটক করা হয়েছে। ্পুলিশের উপস্থিতিটের পেয়ে মাদক সেবীরা পালিয়ে যায়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।
গাঁজা মদসহ পাচজন আটক:
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ,চাঁচড়া ফাঁড়ি ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালায়। এ সময় গাঁজা,ভারতীয় মদসহ পাচজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরতলী ঝুমঝুমপুর উত্তর পাড়ার আলী আহম্মেদের পুত্র মিঠু,যশোর নওয়াপাড়া বউ বাজার এলাকার ঠাকুর দাসের পুত্র শিব শংকর দাস, ঝিকরগাছা উপজেলা কৃষ্ণনগর রেল লাইনের এলাকার সুশীল মন্ডলের পুত্র রবোতো মন্ডল,মৃত বিজয় দাসের পুত্র বিশ্বনাথ দাস ও যশোর সদরের বানিয়ার গাতী গ্রামের মৃত হাশেম আলী গাজীর পুত্র আব্দুল খালেক গাজী।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা শহরতলী ঝুমঝুমপুর উত্তর পাড়ার মিঠুর বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মিঠুকে আটক করে। এ সময় তার বাড়ি হতে তিন কেঁজি তিনশ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অপর দিকে সোমবার রাতে চাঁচড়া ফাঁড়ির ইনর্চাজ এসআই জামাল উদ্দিন চাঁচড়া চেকপোষ্ট ইজিবাইক স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় শিব শংকর দাস,রবোতো মন্ডল ও বিশ্বনাথ দাসকে আটক করে। তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় মদ উদ্ধার করেছে। এ ছাড়াও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বসুন্দিয়া মোড় ওমর আলী চায়ের দোকানের পিছনে অভিযান চালায়। এ সময় ২২ পুরিয়া গাঁজাসহ আব্দুল খালেক গাজীকে আটক করে।
বোমাসহ এক মহিলা আটক:
সোমবার বিকেলে যশোর কোতয়ালি থানা পুলিশ যশোর- ঝিনাইদাহ সড়কের চুড়ামনকাঠি কুন্ডু পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রোজিনা আক্তাকে আটক করেছে। তার কাছে থেকে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।সে যশোর সদরের চুড়ামনকাঠি গ্রামের আনিচ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায় চুড়ামনকাঠি কুন্ডু পাড়ার পলাশ আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া আনিচ ঢালীর ঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতিটের পেয়ে আনিচ ঢালী পালিয়ে যায়। এ সময় তার স্ত্রী রোজিনা আক্তারকে আটক করা হয়। তার ঘর তল্লাশী করে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
দুই যৌনকর্মীসহ পাচজন আটক:
যশোর চাঁচড়া ফাঁড়ির পুলিশ শহরের আবাসিক হোটেল সিটিতে অভিযান চালায়। এ সময় দুই যৌনকর্মীসহ পাচজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা হাসাদাহ বড় পুকুর এলাকার মহির উদ্দিনের কন্যা ফাতেমা, নড়াইল জেলার তুলারামপুর গ্রামের মজিদ মোল্যার স্ত্রী নার্গিস খাতুন,যশোর কেশবপুর উপজেলা রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ভাড়াটিয়া আতিয়ার রহমানের পুত্র সিরাজুল, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জিন্নাহ নগর এলাকার সিরাজুল ইসলামের পুত্র মিলন কারিগর,যশোর সদরের ডহের সিংহা গ্রামের জুলফিকার আলীর পুত্র সজিব হোসেন ।
সোমবার গভীর রাতে যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন শহরের আবাসিক হোটেল সিটির ৬ষ্ঠ তলার ৩০৮ নং কক্ষে অভিযান চালায়। এ সময় দুই যৌনকর্মীসহ পাচজনকে আটক করে। পুলিশ জানায় তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কক্ষ ভাড়া নেয়। এ অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।
অস্ত্র ঠেকিয়ে জমি দখলের চেষ্টা:
যশোর সদরের রহেলাপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা জমিজমা নিয়ে ওই গ্রামেরএস এম কামরুল হাসানকে অস্ত্র ঠেকিয়ে জীবন নাশের হুমকি দিয়েছে। সে ওই গ্রামের ইয়াকুব আলী সরদারের পুত্র। এ ঘটনায় কামরুল বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় সাধারণ ডাইরি করেছেন। করেছে। হুমকি দাতারা হচ্ছে রহেলাপুর গ্রামের মৃত. ময়েজ বিশ্বাসের ছেলে মনসুর বিশ্বাস, তার ছেলে মিজানুর রহমান, স্ত্রী রোকেয়া বেগম,ছেলের বৌ সেলিনা বেগম।
৫ সেপ্টেম্বরবার বিকেলে মনসুর বিশ্বাস, মিজানুর রহমান, রোকেয়া বেগম ও সেলিনা বেগম জমিজমা নিয়ে বাদির বাকবিতন্ডা হয়। এ পর্যায় মনসুর বিশ্বাস, মিজানুর রহমান পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর এস এম কামরুল হাসান যশোর কোতয়ালি থানায় সাধারণ ডাইরি করেছেন। যার নং ১০৪৯।পুলিশ জানায় এস এম কামরুল হাসানদের ১২৮৯, ১২৮৮, ১২৯৮ এই তিনটি দাগ থেকে মনসুর বিশ্বাসরা প্রায় ৩৪শতক জমি জোরপূর্বক ভোগদখল করছে দীর্ঘদিন ধরে। ২৭ ও ৬২ সালের রেকর্ডে ওই জমি এস এম কামরুল হাসানের পিতার নামে থাকলেও ৯১ সালে তারা সেটেলমেন্ট অফিসের কতিপয় দুর্ণীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের টাকা দিয়ে তাদের নামে রেকর্ড করে। ওই ঘটনায় তারা আদালতে রেকর্ড সংশোধনের আবেদন করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে মনসুর বিশ্বাস ও তার সহযোগিরা কামরুল হাসান ও তার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়।
মন্তব্য চালু নেই