যমুনা ফিউচার পার্কে সোনামনিদের নিয়ে সাকিব আল হাসানের ইফতার

যমুনা ফিউচার পার্কে অবস্থিত সাকিব আল হাসান তাঁর মালিকানাধীন কসমিক জোভিয়ান এর গতকাল প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিল্ড্রেন(সোয়াক) এর ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে ইফতার করেন।
মন্তব্য চালু নেই