মোসাদের পরিকল্পনায় আইএস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র : ক্যাস্ত্রো

কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো বলেছেন, মধ্যপ্রাচ্যের উগ্র গোষ্ঠী আইএস সৃষ্টির পেছনে রয়েছে আমেরিকা ও ইসরাইল। কিউবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া এ খবর দিয়েছে।

ক্যাস্ত্রো বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএস সৃষ্টির জন্য ইসরাইলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদ ও আমেরিকার যুদ্ধবাজ সিনেটর জন ম্যাককেইন ষড়যন্ত্র পাকিয়েছেন। ক্যাস্ত্রো তার নিবন্ধে পরিষ্কার করে বলেছেন, জন ম্যাককেইন হচ্ছেন ইসরাইলের নিঃশর্ত মিত্র এবং মোসাদের সঙ্গে গোপন পরিকল্পনায় আইএস সৃষ্টি করা হয়। সেই অনিষ্ট শক্তি এখন ইরাকের বিরাট অংশ এবং সিরিয়ার প্রায় এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে।

ক্যাস্ত্রো তার বক্তব্যে ন্যাটো সামরিক জোটকেও এক হাত নিয়েছেন। তিনি এ জোটকে জার্মানির নাজি বাহিনীর এসএস কোরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ন্যাটোর কিছু নেতার বক্তব্য শুনলে মনে হবে যেন তারা অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর কাছ থেকে প্রেরণা পেয়েছেন।

ক্যাস্ত্রোর এ অভিযোগ সম্পর্কে একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন, প্রতিদিনের রাজনীতিতে ক্যাস্ত্রোর সেই আগের প্রভাব নেই কিন্তু তার অর্থ এই নয় যে, তার বক্তব্যের গুরুত্ব নেই।
সূত্র : রেডিও তেহরান



মন্তব্য চালু নেই