মোদির সফরে তিস্তা চুক্তি হচ্ছে না : সুষমা
মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা জলবণ্টন চুক্তি সম্পন্ন হবে না বলে স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রবিবার সুষমা স্বরাজ এ কথা জানান।
ভারতের বার্তা সংস্থা ইউএনআই (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া) এ খবর দিয়েছে।
৬ জুন বাংলাদেশের রাজধানী ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার সঙ্গে সফরসঙ্গী হয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে নয়া দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ বলেন, ৬-৭ জুন মোদি-মমতার সফরে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক বৈঠকে তিস্তা চুক্তি চূড়ান্ত হবে না।
তিস্তার জলবণ্টন কেবল বাংলাদেশের বিষয় নয়, এটা ভারতের পশ্চিমবঙ্গেরও প্রধান বিষয়।
সুষমা স্বরাজ বলেন, কেবল বাংলাদেশ-ভারত কেন্দ্রীয় পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠকই এই চুক্তি সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়। বরং এর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।
এর আগে মমতাও পরিষ্কার করে জানিয়েছেন, ঢাকা সফরে তিস্তার চুক্তি হচ্ছে না।
মন্তব্য চালু নেই