মোদির শিক্ষাগত সনদ প্রকাশ

শিক্ষাগত ডিগ্রি নিয়ে সন্দেহ প্রকাশের কয়েকদিনের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সনদ প্রকাশ করেছে তার দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার বিজেপির শীর্ষস্থানীয় দুই নেতা অমিত শাহ ও অরুণ জেটলি সংবাদ সম্মেলনে মোদির শিক্ষাগত যোগ্যতার সনদ প্রকাশ করেন।
বিজেপির প্রধান অমিত শাহ সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর সম্পর্কে মিথ্যাচার ছড়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপবাদ ছড়ানোর চেষ্টা করছেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় বরং পুরো জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত।
এদিকে, প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে অমিত শাহ ও অরুণ জেটলির সংবাদ সম্মেলেনর এক ঘণ্টা পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মোদির ওই ডিগ্রি ভূয়া বলে ফের দাবি করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র সাংবাদিকদের মাঝে বিতরণ করেন অমিত শাহ। তিনি বলেন, এটি লজ্জার বিষয় যে এ রকম একটি বিষয় পরিষ্কার করে তুলে ধরা প্রয়োজন।
মন্তব্য চালু নেই