মোদির প্রথম সফর ভুটান, যাচ্ছেন রোববার

বিদেশ সফরের অংশ হিসেবে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম হিমালয়ের দেশ ভুটানে সফর করছেন। রোববার তিনি এজন্য দেশ ত্যাগ করবেন। শনিবার দেশটির পররাষ্ট্র দফতর এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরে মোদির সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব সুজাতা সিং। দু’দিনের সফরে মোদি ভারত-ভুটান পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয় দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই