মোদির জন্মদিনে ৩৬৫ কেজি লাড্ডু বিতরণ

বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। পুরো দেশ জুড়েই আনন্দ উপচে পড়ছে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘটা করে পালন করতে পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা ৩৬৫ কেজি লাড্ডু বিতরণ করেছেন বলে জানা গেছে।

দেশের সুলাভ ইন্টারন্যাশনাল আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বিপুল পরিমাণ লাড্ডু বিতরণ করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রেসিডেন্ট প্রনব মুখার্জি থেকে শুরু করে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধিসহ অনেক রাজনৈতিক নেতাই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই