মোদিকে আটক করতে পারলে শত কোটি রুপি পুরস্কার!

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটক করতে পারলে তাকে বা তাদেরকে একশ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তান জামাত-ই-ইসলামের প্রধান সিনেটর সিরাজুল হক। সোমবার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

রাওয়ালকোট অঞ্চলের আজাদ জম্মু ও কাশ্মীরে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি ওই ঘোষণা দেন। তিনি বলেন, হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আটক করতে ব্যর্থ হয়েছে ভারত।

সিরাজুল হক বলেন, ‘আমি মোদিকে বলতে চাই, আপনি ও আপনার দালালরা সালাউদ্দিনকে আটক করতে পারবে না। আপনি (মোদি) বলেছেন, যে সালাউদ্দিনকে আটক করতে পারবে আমরা তাকে ৫০ কোটি রুপি দেব। আর আমি (সিরাজুল) বলতে চাই, যে মোদিকে আটক করবে আমরা তাকে একশ কোটি রুপি পুরস্কার দেব।’

এ সময় পাকিস্তানের ফেডারেল সরকারের পক্ষ থেকে ভারতের প্রশংসা করায় পাক সরকারের সমালোচনা করেন তিনি। জামাত প্রধান বলেন, ‘কাশ্মীর ইস্যুর মীমাংসা ছাড়া যে ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবে সে পাকিস্তান ও কাশ্মীরের কাছে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত হবে।’ তিনি আরও বলেন, ‘যদি কেউ হিন্দুস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে হিন্দুস্তান, দিল্লি কিংবা মুম্বাই চলে যান। ইসলামাবাদে তার কোনো স্থান নেই।’

জম্মু ও কাশ্মীর এবং গুজরাটে কয়েকশ বেসামরিক লোক হত্যার অভিযোগে মোদিকে অভিযুক্ত করেন তিনি। সিরাজুল হক বলেন, ‘কাশ্মীরের স্বাধীনতার শর্তেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক।’



মন্তব্য চালু নেই