মোটরবাইকে নিষিদ্ধ অবিবাহিত যুগল !

অবিবাহিত তরুণ-তরুণীদের জন্য দুঃসংবাদ। মোটরবাইকে একসঙ্গে চলা নিষিদ্ধ করা হয়েছে তাদের জন্য। এখন থেকে আর তার একসঙ্গে একই মোটরবাইকে উঠতে পারবেন না। তবে খবরটি বাংলাদেশ কিংবা উপমহাদেশের কোনো দেশের জন্য নয়। ঘটনাটি ইন্দোনেশিয়ার।

হ্যাঁ, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি জেলায় এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির আইন পরিষদ এ বিষয়ে একটি আইন পাশ করেছে। সোমবার প্রদেশের এক আইন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

উত্তর আচেহ জেলার এক পার্লামেন্ট সদস্য গত সপ্তাহে আইনটি অনুমোদন দেন। যা পরের বছর থেকে প্রভাব ফেলবে বলে জানান আইনজীবী ফাউজান হামজাহ। তিনি বলেন, এটিকে শরিয়াহ আইন মোতাবেক করার চিন্তা করছে কর্তৃপক্ষ।

আইনটি কার্যকর হলে পাঁচ লক্ষ নাগরিকের ওপর প্রভাব পড়বে বলে খবরে বলা হয়। তবে অবিবাহিত যুগলকে একসঙ্গে মোটরবাইকের আটক করলে তাদের কী সাজা হতে পারে তা জানাতে পারেননি ওই আইনজীবী।



মন্তব্য চালু নেই