মোগাদিসুতে হোটেলে হামলায় নিহত ১০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি পৃথক হোটেলে হামলা চালিয়ে ছয় বেসামরিক মানুষকে হত্যা করেছে সশস্ত্র জঙ্গিরা। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান তিন হামলাকারীও। এর আগে হোটেলের মূল ফটকে গাড়িবোমা হামলায় নিহত হয়েছিলেন আরো এক জঙ্গি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
দেশটির কট্টর ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলা দুটির দায় স্বীকার করেছে ।
শুক্রবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত সৈয়দ ও পার্লামেন্ট ভবনের নিকটবর্তী উইহলিয়া হোটেলে হামলা দুটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। হোটেল উইহুলিয়া হামলায় কমপক্ষে ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় হোটেলে আগত অতিথিরা যখন ইফতার করছিল তখন সেনাবাহিনীর ছদ্মবেশে সেখানে হামলা চালায় জঙ্গিরা।
উইহলিয়া হামলা সম্পর্কে পুলিশ কর্মকর্তা উমর আলি জানান, ‘হোটেলের গেটে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়ে হামলাটি শুরু হয়। এতে এক জঙ্গি নিহত ও পরে অপর তিনজনকে গুলি করে হত্যা করা হয়। ’
এই হামলায় আরো ছয় বেসামরিক নিহত হয়েছেন বলেও তিনি আরো জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত বেসামরিকদের পরিচয় জানা যায়নি। হোটেলটিতে সোমবালিয়া সরকারের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত যাতায়াত করে থাকেন।
তবে সৈয়দ হোটেলে চালানো হামলায় কতজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এর আগে গত ফেব্রুয়ারিতে মোগাদিসুর এক অভিজাত হোটেলে হামলা চালিয়ে দুই পার্লামেন্ট সদস্যসহ ২৫ জনকে হত্যা করেছিল আল শাবাব।
মন্তব্য চালু নেই