মেয়েরাই বলুন যুদ্ধে যাবেন কি না:‌ ভারতের সেনাপ্রধান

যুদ্ধক্ষেত্রে পুরুষদের সমান দায়িত্ব পেতে গেলে পুরুষদের সমান কষ্টও করতে হবে। চাওয়া যাবে না কোনও অতিরিক্ত সুবিধা। তাই পুরুষদের মতো তারাও অতিরিক্ত সুবিধা ছাড়াই যুদ্ধক্ষেত্রে যাবেন কি না, সেই সিদ্ধান্ত মহিলাদেরই নিতে হবে।

শুক্রবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সম্মিলনীতে এমনই মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। পুরুষ সৈনিকদের জীবনযাত্রা কতটা কষ্টকর, সেই উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, ‘‌জওয়ানরা যুদ্ধের সময় প্রয়োজন পড়লে ট্যাঙ্কের ভিতরেই রান্নাবান্না করেন ও ঘুমোন। তাদের শৌচাগারও থাকে না। মহিলা সৈনিকরাই ভেবে দেখুন এই সমস্ত অসুবিধা সহ্য করে তারা যুদ্ধক্ষেত্রে যেতে চান কি না।’‌

এখনও পর্যন্ত দেশের মহিলা সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় না। মূলত, তারা কাজ করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পদাতিক বাহিনীতে। বিমানসেনার ক্ষেত্রে মহিলাদের কমব্যাট ফোর্সে রাখা হলেও যুদ্ধক্ষেত্রে এখনও তাদের কাজে লাগানো হয়নি। যদিও বাহিনীর অনেক মহিলা সেনাই যুদ্ধক্ষেত্রে যাওয়ার দাবিতে সরব হয়েছেন।

সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাওয়াত বলেন, ‘‌প্রতিটি ট্যাঙ্কে তিনজন সেনার একটি ইউনিট থাকে। যদি ট্যাঙ্কে একটি ইউনিটে এক বা দু’‌জন মহিলা সেনা থাকেন এবং তারা যদি পুরুষ সহকর্মীর সঙ্গে থাকতে রাজি হন তবেই এই বিষয়ে ভাবতে পারবে সেনাবাহিনী। এই সিদ্ধান্তটা মহিলা সেনাদেরই নিতে হবে।’‌‌



মন্তব্য চালু নেই