মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৫০

বৃহস্পতিবার মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলের মনতেরি শহরের তপো চিকো কারাগারে দাঙ্গায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। দাঙ্গার সময় কয়েদিরা কারাগারে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।

কারা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ক’দিন পরই মেক্সিকোর ঐ কারাগারটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। তার ওই সফরের ঠিক আগে আগেই এই দাঙ্গা বাঁধলো। কারাকর্তৃপক্ষ জানিয়েছে, দাঙ্গার সুযোগ নিয়ে পালিয়ে গেছে অনেক বন্দি।

তবে দাঙ্গার কারণ নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন বৃহস্পতিবার সকালেই তারা বিস্ফোরণ এবং চিৎকার চেঁচামেচির শব্দ শুনেছে। একটি খবরে বলা হয়, দাঙ্গা বাঁধে যখন কুখ্যাত মাদক পাচারকারী দল জিটাসের বেশ কয়েকজন সদস্য জেল পালানোর চেষ্টা করে। মেক্সিকোর কারাগারে দলগত কোন্দল পুরনো এবং স্বাভাবিক একটি ঘটনা।

দাঙ্গার খবর দেওয়ার আগে সংবাদমাধ্যম ওই কারাগারের একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দিয়েছিল। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সুযোগে দাঙ্গা বাঁধায় কিছু কয়েদি।



মন্তব্য চালু নেই