‘মুসলিম শরণার্থীদের নেবে না হাঙ্গেরি’

আর কোনো মুসলিম শরণার্থীকে আশ্রয় দিতে চায় না হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরে বৃহস্পতিবার এ কথা বলেন। খবর আলজাজিরার।

অর্বান বলেন, ‘আমার মনে হয় আমাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে, আমরা আমাদের দেশে বিপুল সংখ্যক মুসলিমকে নিতে চাই না।’

হাঙ্গেরিতে ষোড়শ-সপ্তদশ শতাব্দিতে ১৫০ বছরের অটোমান সাম্রাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ ধরনের ফলাফল চাই না।’

শরণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে আসবেন না। এটা ঝুঁকিপূর্ণ। আমরা আপনাদের গ্রহণ করার নিশ্চয়তা দিতে পারব না।’

তিনি আরও বলেন, ‘আমরা হাঙ্গেরিয়ানরা ভয়ে আছি। ইউরোপের লোকজনও ভয়ে আছে। কারণ, ইউরোপীয় দেশগুলোর প্রধানমন্ত্রীসহ সব নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছেন না।’

আটকে আছে শরণার্থীরা

হাঙ্গেরির বুদাপেস্টে দ্বিতীয় দিনের মতো আটকে রয়েছে জার্মানগামী শরণার্থীরা। দেশটির দাঙ্গা পুলিশ গত বৃহস্পতিবার একটি ট্রেন থেকে শরণার্থীদের নামিয়ে দেয়। ওই শরণার্থীদের বাসে করে গন্তব্যে যেতে বলা হয়।

এ সময় শরণার্থীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা এ সময় শরণার্থীদের ওপর চড়াও হন।

এদিকে শরনার্থী ইস্যুতে শুক্রবার জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা।



মন্তব্য চালু নেই