মুসলিম নয়, আইএসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ: হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের বিতর্কে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন প্যারিসের এই হামলার ঘটনার পর আমাদের লক্ষ্য হবে আইএস জঙ্গিদের দমন, মুসলিমদের নয়।

শুক্রবার ঘটে যাওয়া প্যারিসে আইএস জঙ্গিদের হামলার পর শনিবারের পুরো বিতর্ক অনুষ্ঠান জুড়েই ছিল প্যারিস প্রসঙ্গ।

ফ্রান্সে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শনিবারের বিতর্ক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই তিন প্রার্থী হিলারি ক্লিনটন, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার এবং মেরিল্যান্ডের সাবেক গর্ভনর মার্টিন ও’মালে প্রত্যেকে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

হিলারি ক্লিনটন বলেন, ‘আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি না। এজন্য সাধারন মুসলিমদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা চরমপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘ফ্রান্সের নাগরিকদের জন্য আমাদের সহমর্মিতা রয়েছে। কিন্তু এটিই যথেষ্ঠ নয়। আইএসের মতো নৃশংস জঙ্গিদের শেকড় থেকে উৎপাটন করতে হবে।’



মন্তব্য চালু নেই