মুসলমানদের ইফতারে দলবল নিয়ে হাজির মমতা, নিলেন সুগন্ধী আতরের ঘ্রাণ

ভারতের পশ্চমবঙ্গের মুসলমানদের এক ইফতার পার্টিতে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা পৌরসভার উদ্যোগে পার্ক সার্কাস ময়দানে ইফতারে অংশ নেন তিনি। এসময় তার হাতে সুগন্ধী আতর মেখে দেন মুসলমানরা। এতে মমতা বেশ খুশি হন।

ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা এন বরকতি, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার জকি আহাদ, মিশনের কাউন্সেলর মিঞা মহম্মদ মইনুল কবীর, তৃণমূল সংসদ সদস্য সুলতান আহমেদ, সুদীপ বন্দোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দোপাধ্যায়সহ বিশিষ্টরা।



মন্তব্য চালু নেই