মুলাদীতে দারোগাকে কুপিয়ে জখম
বরিশাল প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলার ছবিপুর পুলিশ ক্যাম্পের এএসআই শহিদুল ইসলামকে সোমবার রাতে কুপিয়ে জখম করা হয়েছে। আহতকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এএসআই শহিদ জানান, সন্ধ্যায় বড় লক্ষ্মীপুর গ্রামের শাহ আলম ক্যাম্পে এসে অভিযোগ করেন তার পুত্র মিরাজ (২৬) গর্ভধারিনী মাকে জবাই করে হত্যার চেষ্টা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মিরাজ তার মাকে হাত পা বেঁধে হত্যার চেষ্টা চালাচ্ছে।
এসময় মিরাজকে নিভৃত করার চেষ্টা করলে তার হাতে থাকা ধারালো বটি দিয়ে তাকে (এএসআই শহিদ) কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দারোগাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে মিরাজকে আটক করেছে থানায় সোর্পদ করেন।
মঙ্গলবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, মিরাজ দুটি বিয়ে করার পর টাকার জন্য সব সময় তার মা ও বাবাকে মারধর করে আসছিলো। এ ঘটনায় মিরাজের পিতা শাহ আলম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই