মুম্বাই হামলায় মেমনের ফাঁসি ৩০ জুলাই
ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলার অভিযুক্ত আসামি ইয়াকুব আব্দুল রাজ্জাক মেমনের ফাঁসি আগামী ৩০ জুলাই কার্যকর করা হতে পারে। মঙ্গলবার দেশটির দেশটির সুপ্রিম কোর্ট তার করা কিউরেটিভ পিটিশন খারিজ করে দেওয়ায় তার ফাঁসি কার্যকরের বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে গেল।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, মঙ্গলবার প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ ইয়াকুবের করা কিউরেটিভ মার্সি পিটিশন খারিজ করে দেন। ইয়াকুবের জীবন রক্ষার একমাত্র আইনি উপায় ছিল ওই পিটিশন।
এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তার প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেন।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ১৩টি বোমা হামলা চালানো হয়। এতে ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়। ইয়াকুবের ফাঁসি কার্যকর করা হলে তা হবে মুম্বাই হামলার বিষয়ে প্রথম ফাঁসি। ২০০৭ সালে ভারতীয় আদালত ইয়াকুবকে মৃত্যুদণ্ড দেয়।
পুলিশের মতে, আলোচিত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নির্দেশে ওই বোমা হামলা চালিয়েছে ইয়াকুব।
মন্তব্য চালু নেই