মুম্বাই হামলার ‘মূল হোতা’ জামিনে মুক্ত

বহুল আলোচিত মুম্বাই হামলার সন্দেহভাজন মূল হোতা জাকিউর রহমান লাকভিকে জামিনে মুক্তি দিয়েছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে কারা কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন জাকিউর রহমান লাকভি।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লাকভির মুক্তির ঘটনাকে দুর্ভাগ্যজনক ও হতাশাব্যঞ্জক বলে আখ্যায়িত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৫ জন নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে লাকভিসহ সাতজনের বিচার চলছে।

লাকভি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত ছিলেন। তাকে ২০০৮ সালের ৭ ডিসেম্বর গ্রেফতার করে পাকিস্তান।



মন্তব্য চালু নেই