মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলা : দোষী সাব্যস্ত ১২

মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় ১২ জন দোষী সাব্যস্ত হয়েছে। আর একজন খালাস পেয়েছেন। ২০০৬ সালের ওই বিস্ফোরণের নয় বছর পর মামলাটি নিষ্পতি হতে চলেছে। সোমবার দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

নয় বছর আগে ভারতের মুম্বাইয়ে ওয়েস্টার্ন রেলওয়েতে কয়েকটি ট্রেনে একসঙ্গে সাতটি বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ১৮৭ জন।

জাতির বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দেওয়া, ষড়যন্ত্র ও হত্যার দায়ে দোষী প্রমাণিত হয়েছে ১২ আসামি। তাদের কারো কারো মৃত্যুদ- হতে পারে।

২০০৬ সালের ১১ জুলাই ওই বোমা হামলায় নিহত হয় ১৮৭ জন এবং আহত ৮০০ জন।

ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তইয়েবা ওই হামলা চালায়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এই মামলার সরকারি আইনজীবী রাজা ঠাকরে বলেছেন,আমরা কঠোর শাস্তির জন্য প্রার্থনা করছি।

ট্রেন হামলায় ব্যবহৃত বোমাগুলো সাতটি প্রেসার কুকারে আবদ্ধ পৃথক সাতটি ব্যাগে ছিল। ২০০৬ সালের ১১ জুলাই বিকেলে ব্যস্ত সময়ে ১৫ মিনিটের ব্যবধানে চলন্ত ও দাঁড়িয়ে থাকা ট্রেনে সাতটি বোমা বিস্ফোরিত হয়।



মন্তব্য চালু নেই