মুম্বাইয়ে ভবন ধস, নিহত ৬

ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে নিহত হয়েছে ছয় জন। ধসে পড়া ভবনের মধ্যে আটকা পড়েছে বহু লোক।

মুম্বাইয়ের নগর কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইয়ের কামাথিপুরা এলাকায় গ্রান্ড রোডের একটি তিনতলা ভবন শনিবার দুপুর ২টার দিকে ধসে পড়ে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এরইমধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকৃতদের শহরের জে জে হাসপাতাল ও নাইর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ধসে পড়া তিনতলা ভবনে একটি মদের বার এবং একটি ফ্যাক্টরি রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক লোক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে পুরোদমে কাজ করছেন ফায়ার সার্ভিস ও দুযোর্গ ব্যবস্থা বিভাগের কর্মীরা।



মন্তব্য চালু নেই