মুম্বাইয়ে ট্রেনে বোমা বিস্ফোরণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ভারতের মুম্বাইয়ে ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মুম্বাইয়ের একটি জজ আদালত বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
এই মামলার ১২ আসামির মধ্যে বাকি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রায়ে ১২ আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষি সাব্যস্ত করে তাদের ‘মার্চেন্ট অব ডেথ’ আখ্যায়িত করা হয়।
নয় বছর আগে ২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রেনে মাত্র ১১ মিনিটের মধ্যে সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৮৯ জন নিহত হন। আহত হন ৮১৭ জন।
মন্তব্য চালু নেই