নারীরা কেন থাকবে পিছিয়ে? মুম্বাইয়ের রাস্তায় এবার নামবে নারী ট্যাক্সি চালক
প্রথমবারের মতো ভারতের সড়ক বিভাগ নারীদের জন্যে ভাড়া চালিত ট্যাক্সি চালোনাকে পেশা হিসেবে গ্রহন করার সুযোগ দিলো। আর প্রথমবারেই আবেদনপত্র জমা পড়েছে ২২১টি।
নারী ট্যাক্সি চালকদের অনুমতি দেয়ার পাশাপাশি তিনজন রূপান্তরকামীকেও লাইসেন্স দেয়া হয়েছে। এবার মুম্বাইয়ের রাস্তায় হলুদ-কালো ট্যাক্সির স্টিয়ারিং থাকবে নারীর হাতে।
আরটিও-র এক কর্মকর্তা বলেন, ‘প্রথমবারের মতো কোনো রূপান্তরকামীকে মুম্বাইয়ের রাস্তায় ট্যাক্সি চালাতে দেখা যাবে। তবে এদের সকলকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। অক্টোবরে লটারি অনুষ্ঠিত হবে।’
আরটিও বিভাগের আরেক কর্মকর্তা বলেন, প্রথমবারের মতো এই খাতে নারীরা প্রবেশ করতে যাচ্ছে। এটি তাদের জন্যে অনেক সহজ হবে না। এসব নারী গাড়ি চালকদের অনেক ধরনের যাত্রীর সম্মুখীন হতে হবে। ১৬৩ চালক মুম্বাইতে থাকবে এবং ১২২জন অন্যান্য শহরে কাজ করবে।
আশা করা হচ্ছে ১০ অক্টোবর লটারি অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই