মুবারকের পুর্নবিচার শুরু

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক ও তার ছেলেদের পুর্নবিচার শুরু হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদ সংস্কার করে পারিবারিক সম্পত্তিতে রুপান্তরের মাধ্যমে জনগণের অর্থ নয়-ছয় করার অভিযোগে দায়ের করা মামলার পুর্নবিচার শনিবার শুরু হয়।

২০১১ সালে প্রবল আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুবারক। এর আগে একই মামলায় আদালত মুবারককে তিন বছর এবং তার ছেলেদের চার বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।

গত জানুয়অরিতে মিশরেরর উচ্চ আদালত মুবারককে মামলার দায় থেকে অব্যাহতি দেয় । একই সঙ্গে তার ছেলেদের মুক্তিরও নির্দেশ দেয়া হয়। মুবারক বর্তমানে সামরিক আদালতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার মিশরের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে দেখা গেছে , মামলার শুনানিকালে ‍মুবরাক ও তার ছেলেরা পুলিশ অ্যাকাডেমির আদালত কক্ষে তারা একটি খাচার মধ্যে রয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই