মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা
মুক্তিযোদ্ধাদের কল্যাণে মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে মাসিক সম্মানী দেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলে।
মুহিত বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার হার বৃদ্ধি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী আগামী জুলাই থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কল্যাণে মুক্তিযোদ্ধা, তাদের ছেলে, মেয়ে এবং নাতী-নাতনীদের জন্য সরকারি সুবিধাদী বর্ধিত করেছি। পাশাপাশি দেশব্যাপী ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।’
প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ১ হাজার ৭৪২ কোটি ৭৪ লাখ বরাদ্দ দেয়া হয়েছে। যা ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় প্রায় ৬শ কোটি টাকা বেশি। ২০১৩-১৪ অর্থবছরের মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছিল ১ হাজার ১৪২ কোটি ৭৬ লাখ টাকা।
মন্তব্য চালু নেই