’মুক্তিযোদ্ধারাই দেশের সূর্যসন্তান’

নীলফামারী জেলা প্রশাসন‘র আয়োজনে জেলার বিভিন্ন উপজেলাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র জন্য স্থান নির্বাচন ও নির্মাণ বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মত বিনিময় সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় ।

উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এম. এ. হান্নান । এসময় মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের সূর্যসন্তান উল্লেখ করে প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য । বর্তমান ক্ষমতাসীন সরকার মুক্তিযোদ্ধা বান্ধব সরকার । মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বাংলাদেশ সরকার জেলা-উপজেলা পর্যায়েও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে ।

1234339_1587255798222982_305776359055264641_n 1470156_1587255844889644_8938876281228336663_n

তিনি আরো জানান, খুব শীঘ্রই সেটি বাস্তবায়ন করা হবে ।উক্ত সভায় নীলফামারীর বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ।

মত বিনিময় সভা শেষে সচিব জনাব এম. এ. হান্নান জেলা পরিষদ মাঠে একটি ভেষজ বৃক্ষ রোপণ করেন ।সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ জাকীর হোসেন ।



মন্তব্য চালু নেই