ভোলায় ৩২ লাখ বাগদা রেনু জব্দ করেছে কোস্টগার্ড।

ভোলায় দুটি ট্রলারসহ প্রায় ৩২ লাখ অবৈধ বাগদা রেনু জব্দ করেছে কোস্টগার্ড। জেলার লালমোহন সীমানার তেঁতুলিয়া নদীতে রবিবার সকালে অভিযান চালিয়ে এ রেনু জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ রউফ জানান, সকালে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৬২টি ব্যারেল থাকা প্রায় ৩২ লাখ পিচ বাগদা রেনু জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলার মালিক ও জেলেরা পালিয়ে যায়। এসব পোনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা।

তিনি জানান, রেনুগুলো ভোলার বোরহানউদ্দিন থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দ বাগদা রেনু ভোলার খেয়াঘাট নদীতে অবমুক্ত করা হয়।



মন্তব্য চালু নেই