মীর মোকছেদ আলী শিশু বিদ্যাপীঠে মীর মোস্তাক আহমেদ রবি’র পরিদর্শন ও মতবিনিময় সভা

আব্দুর রহমান ॥ সাতক্ষীরার প্রথম কিন্ডার গার্টেন স্কুল ‘মীর মোকছেদ আলী শিশু বিদ্যাপীঠে’ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মীর মোকছেদ আলী শিশু বিদ্যাপীঠ পরিদর্শন ও মতবিনিময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা বানু। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এড. তানীম আহমেদ সোহাগ, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি প্রফেসর খায়রুল ইসলাম, সদস্য শেখ আজিজুল হক, সহকারী শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষক তুষার কান্তী সাহা, মারুফা খাতুন, অর্পনা খাতুন, নেলী আফরিন, সায়িম আলী, আব্দুস সালাম প্রমুখ। এসময় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১টি কম্পিউটার বরাদ্দ এবং বিদ্যালয়ের মাঠ সংস্কার ও ২য় তলা ভবনের অবকাঠামোগত সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদানের প্রতিশ্রতি ব্যক্ত করেন।



মন্তব্য চালু নেই