মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচন: জয়ের পথে সু চির প্রার্থী
মিয়ানমারে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে। শুক্রবার সকালে ভোট দিতে শুরু করেছেন পার্লামেন্ট সদস্যরা। ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি নেতা অং সান সু চি ভোট দিয়েছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত এনএলডির মনোনীত প্রার্থী এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষ থেকে সু চির দুই ঘনিষ্ট উপদেষ্টাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল এনএলডি। তিন জন প্রার্থীর মধ্যে বাকী একজনকে মনোনয়ন দেন সেনা সদস্যদের জন্য সংরক্ষিত আসনের এমপিরা।
এই তিন জনের মধ্য থেকেই একজনকে বেছে নেয়া হচ্ছে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের দৌঁড়ে এগিয়ে আছেন সু চির দীর্ঘদিনের সহযোগী থিন কিউ।
মিয়ানমারের সংবিধান অনুযায়ী সু চির প্রেসিডেন্ট হতে বাধা থাকায় দলটি সংসদের উচ্চকক্ষে একজন এবং নিম্নকক্ষের জন্য একজন মনোনীত করেছে। বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের জন্যই দুজন করে মনোনয়ন পেয়েছে।
শুক্রবার তাই পার্লামেন্ট সদস্যরা এদের মধ্যে থেকে একজন করে নির্বাচিত করবে। এরপর উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং মিলিটারি ব্লক এর একজন মোট তিনজনের মধ্যে থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।
সন্তান বিদেশি হওয়ায়, সাংবিধানিক বাধায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না সু চি।
মন্তব্য চালু নেই