মিয়ানমারে পানি উৎসবে নিহত ২৮৫

মিয়ানমারে চারদিন ধরে চলা পানি উৎসবে দুর্ঘটনা ও মারামারিতে নিহত হয়েছেন ২৮৫ জন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১০৭৩ জন। মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাতে আনাদুলো নিউজ এজেন্সি জানায়, চারদিন ধরে চলা থিনগিয়ান পানি উৎসবে ১২০০ অপরাধ সংঘটিত হয়েছে। এতে ২৮৫ জন নিহত ও ১০৭৩ জন আহত হয়েছেন। গত বছরও এ উৎসবকে কেন্দ্র করে ৯৬৭টি অপরাধ সংগঠিত হয়েছিল। সে সময় ২৭২ জন মারা যায় এবং আহত হয় ১০৮৬ জন।

বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে সবচেয়ে বেশি নিহত হয়। সেখানে ৪৪ জন মারা যান। বাগো অঞ্চলে ৩৭ জন মারা যায়। দেশের দ্বিতীয় শহর মান্দালায় ৩৬ জন মারা যায়।

১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলে এ পানি উৎসব। মিয়ানমারের নতুন বর্ষ উৎযাপন উপলক্ষে চারদিনব্যাপী পানি উৎসব চলে।

পানি উৎসব চলাকালে মারামারি, গোষ্ঠীগত হামলা, দলবদ্ধ লড়াই, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরিসহ এ ১২০০ অপরাধ সংগঠিত হয়। এর মধ্যে চেইন প্রদেশে পানিখেলাকে কেন্দ্র করে এক পরিবারের তিন নারীকে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।



মন্তব্য চালু নেই