মিয়ানমারের সংঘাতে উদ্বেগ : উত্তরের সীমান্ত খুলে দিয়েছে চীন
মিয়ানমারের চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করে তা নিরসনে সকল রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন।
রোববার মিয়ানমারের চীনা দূতাবাস এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে সংঘাত বন্ধে ও সমস্যার নিরসনে দেশটির সকল দলের অংশগ্রহণে কার্যকরি সিদ্ধান্তের দাবি জানায় চীন।
একই সঙ্গে চীন সীমান্তে শান্তি বজায় রাখার জন্যও মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে মিয়ানমারে অবস্থানকারী চীনা নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।
রোববার থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলের চীন সীমান্তে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠির সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই চলছে।
লড়াই থেকে বাঁচতে দেশটির ওই অঞ্চলের বাসিন্দারা এলাকা ত্যাগ করে চীনের দিকে যাচ্ছেন।
মানবিক কারণে সীমান্ত পেরিয়ে চলে যাওয়া মিয়ানমারবাসীদের গ্রহণ করেছে চীন। চীনের হাসপাতালগুলোতে পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে অসুস্থ ও আহতদের চিকিৎসা চলছে।
মন্তব্য চালু নেই