মিস ওয়ার্ল্ড হলেন দ. আফ্রিকার সুন্দরী

দক্ষিণ আফ্রিকার ২২ বছর বয়সী তরুণী রোলেন স্ট্রস এবার বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরলেন। রোববার লন্ডনে অনুষ্ঠিত ৬৪তম সুন্দরী প্রতিযোগীতার আলো ঝলমলে চূড়ান্ত দিনে এ রায় ঘোষিত হয়।

সাবেক বিশ্বসুন্দরী ফিলিপাইনের মেগান ইয়ং তার মাথায় নতুন রানীর মুকুট পরিয়ে দেন। প্রতিযাগীতায় দ্বিতীয় স্থান অধিকার করেন মিস হাঙ্গেরি হিসেবে খ্যাতে এদিনা কাল্কসার। তৃতীয় স্থান অধিকার করেন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফ্রিত। এ প্রতিযোগীতায় ১২১টি দেশ অংশগ্রহণ করে।

রূপবতী রোলেন একজন চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী। পুরস্কৃত হওয়ার পর তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি দেশের নামে এ প্রাপ্তিকে উৎসর্গ করার মাধ্যমে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, আমার এ অর্জন তোমার জন্যে!’

miss-world-3 মিস ওয়ার্ল্ড হলেন দ. আফ্রিকার সুন্দরী

পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, সুন্দরীদের রানী হিসেবে আবির্ভূত হওয়ার তার ওপর ভবিষ্যতের অনেক দায়িত্ব বর্তেছে। তিনি সে সকল দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্যে, আরও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে তৈরি করে নেবেন। শিক্ষাবিস্তারের মাধ্যমে মানুষের স্বপ্ন পূরণে কাজ করার প্রত্যয় জানান নব্য বিশ্বরূপসী।

miss-world-2 মিস ওয়ার্ল্ড হলেন দ. আফ্রিকার সুন্দরী miss-world মিস ওয়ার্ল্ড হলেন দ. আফ্রিকার সুন্দরী



মন্তব্য চালু নেই