মিশেল ওবামার ভাষণ চুরি করলেন ট্রাম্পপত্নী (ভিডিও)
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নে শুরু হয়েছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। কনভেনশনের প্রথম দিনে একমাত্র মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ভাষণ দিয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি তার ভাষণে ফার্স্ট লেডি মিশেল ওবামার ২০০৮ সালে স্বামীর নির্বাচনী প্রচারণার বক্তব্য চুরি করেছেন।
২০০৮ সালে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট ওবামার মনোনয়নের সময় মিশেল ওবামা যে ভাষণ দিয়েছিলেন তার বেশ কিছু অংশের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে মেলানিয়ার ভাষণে। মেলানিয়া বলেন, তার স্বামী ট্রাম্প একজন ‘হৃদয়বান’ পুরুষ যে কিনা ‘দেশের জন্য যুদ্ধ করবে’।
শ্রোতা ও বিশ্লেষকরাও মিশেলের সাথে মিল দেখতে পেয়েছেন মেলানিয়ার ভাষণে। সামান্য কিছু শব্দের পরিবর্তন করা হয়েছে মাত্র।
যেমন: এক জায়গায় মেলানিয়া বলেন, ‘আমার বাবা-মা আমাকে কিছু মূল্যবোধ শিখিয়েছেন। তারা শিখিয়েছেন- তুমি জীবনে যা চাও তার জন্য কঠোর পরিশ্রম করো। তোমার কথাই তোমার মূল্য। তুমি সেটাই করো যা তুমি বলেছ। প্রতিশ্রুতি রক্ষা করো এবং মানুষকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করো।’
২০০৮ সালে মিশেল ওবামার বক্তব্য ছিল এইরকম : ‘ওবামা এবং আমি একই ধরনের মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছি। সেটা হচ্ছে- তুমি জীবনে যা চাও তার জন্য কঠোর পরিশ্রম করো। তোমার কথাই তোমার মূল্য। তুমি সেটাই করো যা তুমি বলেছ, নিজের প্রতিশ্রুতি রক্ষা করো। মানুষকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করো, এমনকি তারা যদি অপরিচিত হয় কিংবা তাদের সাথে তুমি একমত নাও হও।’
মিশেল ওবামার সাথে উপরোক্ত মিল মেলানিয়ার ভাষণে আরও রয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এটাই মেলানিয়ার প্রথম প্রকাশ্য ভাষণ। যদিও বক্তব্য তৈরিতে তিনি বিশেষজ্ঞ লেখকদলের সাহায্য নিয়েছেন। ট্রাম্প নিজেও তার স্ত্রীর এই বক্তব্যকে অসাধারণ বলে মন্তব্য করেছেন।
ট্রাম্পের যোগাযোগ উপদেষ্টা জেসন মিলার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘মিসেস ট্রাম্পের এই সুন্দর বক্তব্য তৈরিতে লেখকরা তার জীবনের অনুপ্রেরণা ও চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়েছেন। একজন অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে তার জীবনের অভিজ্ঞতা ও ভালোবাসাই তার বক্তব্যকে এতো চমৎকার করেছে।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই