মিশরে সেনাবাহিনীর অভিযানে নিহত ৬

মিশরে সেনাবাহিনীর অভিযানে আনসার বাইত আল মাকদিসের নেতা সাদি আল মেনেইসহ ৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিনাই উপদ্বীপে পরিচালিত এক অভিযানে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর এক মুখপাত্র তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, বৃহস্পতিবার রাতে পরিচালিত এক অভিযানে ৬ দুর্ধর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেননি ওই কর্মকর্তা। তবে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে সিনাই উপদ্বীপের মাগহারা নামক এলাকায় হাঁটার সময় সেনা অভিযানে নিহত হন মেনেই ও তার ৫ সঙ্গী।

আনসার বাইত আল মাকদিসের বা জেরুজালেমের চ্যাম্পিয়ন নামের ওই সশস্ত্র গ্রুপটি সাম্প্রতিক সময়ে মিশরীয় সেনাবাহিনীর উপর হামলার সঙ্গে জড়িত ছিল।

একই দিন অন্য একটি ঘটনায় সিনাই উপদ্বীপের রাফাহ শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হন ১ নিরাপত্তা কর্মকর্তা।

গত বছর সেনাবাহিনী মুরসিকে অপসারণের পর থেকেই সিনাই অঞ্চলে সেনাবাহিনী এবং পুলিশের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। এ ঘটনার পর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই এলাকায় অভিযান চালানো হয়।



মন্তব্য চালু নেই