মিশরে মুরসি সমর্থক ৬৮৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ

মিসরের একটি আদালত সেদেশের ৬৮৩ জনকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন। এরা সবাই ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য। এক আদেশে এত মানুষের প্রাণদণ্ড দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল।

মিসরের মিনিয়া প্রদেশে গত বছর একটি পুলিশ স্টেশনে হামলা ও পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিবিসি অনলাইন, আলজাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্বজনদের হাহাকারে ভারী হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। এ খবর শোনার পরে মাটিতে গড়াগড়ি খেয়ে মূর্ছা যাচ্ছেন স্বজনরা।

আলজাজিরা অনলাইন জানিয়েছে, এক মাস আগে মার্চে মিসরের একটি আদালত ৫২৯ জনকে মৃত্যুদণ্ড দেন। সোমবার ৬৮৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর একই আদালত ওই ৫২৯ জনের মধ্যে ৩৭ জন বাদে ৪৯২ জনের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করে রায় দেন। সোমবারের রায়ে ৪৯২ জনের অধিকাংশকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন গবেষক ও পর্যবেক্ষক বলেছেন, এ রায়ে ন্যায় বিচারের নিশ্চয়তার ঘাটতি রয়েছে।

মামলার রায় পড়ার সময় বাদিপক্ষের অধিকাংশ আইনজীবী আদালত বয়কট করেন। তারা রায় প্রদানকারী বিচারককে ‘কসাই’ বলে অভিহিত করেন। আইনজীবীদের অভিযোগ, মাত্র ৪ ঘণ্টার বিচারে অভিযুক্তদের বিরুদ্ধে গণ রায় দেওয়া হয়েছে।

কয়েক মাস আগে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সেনা-সমর্থিত সরকার। অবশ্য সংগঠনটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে মিসরের ইতিহাসে সবচেয়ে বড় এ বিচারকার্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

 



মন্তব্য চালু নেই