মিশরে বন্দুকধারীদের হামলায় নিহত ১৭

মিশরের সিনাই উপত্যকায় বৃহস্পতিবার সেনাবাহিনীর কয়েকটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন সেনা সদস্য ও দুইজন বেসামরিক নাগরিক। মিশরের ইতিহাসে নিরাপত্তাবাহিনীর ওপর বন্দুকধারীদের এটি সবচেয়ে বড় হামলা।

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সিরিয়া ও ইরাকে লড়াইরত চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা সাধারণত এ ধরণের হামলা চালিয়ে থাকে।

বার্ত সংস্থা এএফটি জানিয়েছে, সিনাই উপত্যকার শেখ জুয়েইদ ও রাফাহ চেকপোস্টে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও রকেট চালিত গ্রেনেড নিয়ে হামলা চালায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে হামলায় কমপক্ষে ১৫ বন্দুকধারীও নিহত হয়েছে। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

২০১৩ সালে মিশরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্দ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে বন্দুকধারীরা। এর আগে সিনাই উপত্যকায় সবচেয়ে বড় হামলা চালিয়েছিল আইএসের সহযোগী সংগঠন আনসার বেইত আল মাকদিস।



মন্তব্য চালু নেই