মিনা ট্রাজেডি : মৃতের তালিকায় শীর্ষে ইরান

পবিত্র হজ পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজী মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আট শতাধিক। মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ইরান। দেশটির ১৩১ জন হাজী মারা গেছেন।

ইরানের পরই রয়েছে মরেক্কোর নাম। দেশটির ৮৭ জন হাজী মারা গেছেন। এরপর রয়েছে ভারতের নাম। দেশটির ১৪ জন হাজী মারা গেছেন। তিউনিসিয়ার ১০ থেকে ১২ জন হাজী মারা গেছেন। মিসরের ৮ জন হাজীর মৃত্যু হয়েছে।

এছাড়া অন্যান্য দেশের মধ্যে আলজেরিয়া ৩, সোমালিয়া ৮, পাকিস্তান ৭, ইন্দোনেশিয়া ৩, কেনিয়া ৩, সেনেগাল ৫, তাঞ্জানিয়া ৪, নেদারল্যান্ডস ১ ও বুরুন্ডির ১ জন হাজী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাকীদের শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই