মিনায় নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশী

সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে নিহতদের মধ্যে অন্তত দুইজন বাংলাদেশী রয়েছেন। হজ এজেন্সি সূত্রে ও সুনামগঞ্জ প্রতিনিধির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

হজ এজেন্সি থেকে জামালপুরের ফিরোজা খানম নামে এক নারীর মৃত্যুর তথ্য মক্কায় বাংলাদেশী হজ মিশনকে জানানো হয়েছে। কয়েকজন আহত রয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

তবে হাসপাতাল থেকে মৃতের সনদ না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না বলে জানিয়েছে মক্কা হজ মিশন।

এদিকে সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে জুলিয়া হুদা(৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের ছোট ভাই বদরুল হুদা মুকুলের স্ত্রী।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল ও নিহত জুলিয়ার দেবর বৃহস্পতিবার রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশীদের খবর জানতে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছেন মক্কায় হজ মিশনের মেডিকেল টিম। মক্কায় হজ মৌসুমে প্রচণ্ড যানজট থাকায় প্রচুর ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের। দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান ইতোমধ্যে মক্কা হজ মিশনের মেডিকেল টিমের প্রধান ড. হাসান জাহাঙ্গীরসহ একটি গ্রুপ মক্কার হাসপাতালগুলোতে বাংলাদেশী হাজীদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতা পালনের সময় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭। আহত হয়েছেন প্রায় ৮৬৩ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনাটি প্রকাশ করেছে সিভিল ডিফেন্স। পবিত্র শহর মক্কা থেকে ৩ মাইল দূরে মিনায় হজের প্রধান আনুষ্ঠানিকতার শেষ পর্ব শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি সৌদি আরবে হজব্রত পালনে গেছেন।দ্য রিপোর্ট



মন্তব্য চালু নেই