মিতুর খুনিরা গ্রেফতার হবেই : নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর খুনিরা ধরা পড়বেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

একইসঙ্গে বাবুল আক্তারকে নিয়ে শনিবার দিনভর নাটকীয়তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্দেহভাজন দু’একজনকে গ্রেফতারের পর বাবুল আক্তারকে তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

সন্দেহভাজন কেউ ধরা পড়লে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানান মন্ত্রী।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

তবে বাবুল আক্তারকে কেন রাতে নিয়ে যাওয়া হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের পরিষ্কার কোনো জবাব মন্ত্রী দেননি। তিনি বলেন, আপাতত যতটুকু বলার ততটুকু বলেছি।

মন্ত্রী আরো বলেন, সন্দেহভাজন দু’একজন ধরা পড়েছে। আমি সুনিশ্চিত, ভবিষ্যতে আরো ধরা পড়বে।



মন্তব্য চালু নেই