মা-ভাইয়ের পক্ষে প্রচারণায় প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের ১৬তম নির্বাচনে মা সোনিয়া গান্ধী এবং ভাই রাহুল গান্থীর পক্ষে ভোট চাইতে নামবেন প্রিয়াঙ্কা গান্থী। বৃহস্পতিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রিয়াঙ্কা এবং তার স্বামী রবার্ট ভাদরা বৃহস্পতিবার দিল্লিরে এক আসনে ভোট দিতে আসেন।  এসময় এনডিটিবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘ আমি কেবল আমার মা ও বাইয়ের জন্য প্রচারণায় অংশ নেব।’ তিনি অন্য কোনো কংগ্রেস নেতার পক্ষে প্রচারণার চালাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
এছাড়া ভারতে বিজেপি নেতা নরেন্দ্র মোদির পক্ষে জোয়ার তৈরির খবরও তিনি নাকচ করে দেন।
ভারতের রাজনীতি থেকে দূরে থাকলেও দেশের সাধারণ মানুষের কাছে এখনও অনেক জনপ্রিয় ইন্দিরা গান্ধীর এই নাতনিটি। এ কারণে অনেক কংগ্রেস নেতা তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় হাজির হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তবে প্রিয়াঙ্কা কেবল রাবেরেলি ও আমেথিতে প্রচারণা চালাতে সম্মত হয়েছেন। উত্তর প্রদেশের এ দুটি আসন থেকেই তার মা সোনিয়া এবং ভাই রাহুল প্রতিদ্বন্দ্বীতা করছেন।


মন্তব্য চালু নেই