মাস্কিনের সঙ্গে ডেটিং করছেন জেনিফার লোপেজ?

দিলীপ মজুমদার (কলকাতা): ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ চ্যাম্পিয়ন মাস্কিন চেমারকোভস্কির সঙ্গে ডেটিং করছেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ? হলিউডের এমনই জল্পনা চলছে। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা গেছে, ২০১৩-এর নভেম্বরে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে একইসঙ্গে পারফর্ম করেছিলেন লোপেজ এবং মাস্কিন। সেইলা ক্রুজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের পর দুজনের বন্ধুত্ব বাড়ে। একটি সূত্র উদ্ধৃত করে ওয়েবসাইটটি জানিয়েছে, মাস্কিন আর জেনিফার এখন একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। মাস্কিন এখন ভারতে। একটি ড্যান্স রিয়েলিটি শো-র বিচারক হিসেবে এসেছেন ভারতে। আর লোপেজ বিশ্বকাপের অনুষ্ঠানে পারফর্ম করতে ব্রাজিলে। এর মাঝপথে কিছু হবে না, এমন কথা কে নিশ্চিত করে বলতে পারে?
উল্লেখ্য, সম্প্রতি ড্যান্সার-কোরিওগ্রাফার ক্যাস্পার স্মার্টের সঙ্গ দীর্ঘ দুবছরের সম্পর্কে ছেদ পড়েছে ৪৪ বছরের লোপেজের



মন্তব্য চালু নেই