মাশরাফির দৃষ্টিতে এখন শুধুই শ্রীলংকা

বিশ্বকাপ শুরু হলো প্রায় ১২দিন হয়ে গেছে। অথচ বাংলাদেশ খেলেছে মাত্র একটি ম্যাচ। শুরুটা জয় দিয়েই। এরপর বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাচটি। কিন্তু ব্রিসবেনের সাইক্লোন মার্সিয়ার চেয়েও বড় ঝড় বয়ে গেছে বাংলাদেশ দলের ওপর দিয়ে। আল-আমিন নামক এই ঝড় মোকাবেলার পর এখন মাশরাফিরা মনযোগ দিয়েছেন আগামীকাল (বৃহস্পতিবার) শ্রীলংকার বিপক্ষে ম্যাচের দিকে।

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ‌্যে দু’দলই জিতেছে একটি করে ম্যাচ। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় লংকানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

এই অবস্থায় মেলবোর্ন ম্যাচ নিয়ে একদিন আগে সংবাদ সম্মেলনে নিজেদের স্বপ্ন এবং প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বলেছেন, আল আমিন কাণ্ড ভুলে শ্রীলংকার ম্যাচের দিকেই মনযোগি হতে চান তারা। একই সঙ্গে ওই ঘটনার কোন প্রভাব দলের আর কারও ওপর পড়বে না বলেও জানিয়ে দেন তিনি।

মাশরাফি মনে করেন আল আমিনের ঘটনা এখন অতীত। তিনি বলেন, ‘যে অন্যায় করেছে, সে শাস্তি অবশ্যই পাবে এবং পেয়েছেও। এটা তার ব্যাক্তিগত ব্যাপার। আমি বিশ্বাস করি, পুরো দলের ওপর এর কোন প্রভাব পড়া উচিৎ নয়।’

নিজেদেরকে বিশ্বকাপের সবচেয়ে সুশৃঙ্খল দল উল্লেখ করে মাশরাফি বলেন, ‘দলের নিয়ম ভাঙে, এমন কোন কেউ আমাদের দলে নেই। এই দলটি পুরো ঠিক আছে। শ্রীলংকার বিপক্ষে কালকের ম্যাচের জন্যই আমরা সবাই তৈরী হচ্ছি। এই ম্যাচটি ছাড়া আমাদের মধ্যে এখন আর কোন কিছু কাজ করছে না।’

আল আমিনের পরিবর্তে দলে আসা শফিউলকে নিয়ে বেশ আশাবাদী মাশরাফি। গত বিশ্বকাপের এই পারফরমারকে দলে পেয়ে খুশিও তিনি। মাশরাফি বলেন, ‘আমরা অভিজ্ঞ একজন খেলোয়াড়কে পেয়েছি। এই পর্যায়ে (বিশ্বকাপে) খেলার অভিজ্ঞতা তার রয়েছে। বরং, এটা আল আমিনের ছিল না। গতবার তো দু’টি ম্যাচ জিতিয়েছিলেন শফিউল। আমাদের নিজেদের কাছে যা আছে তা নিয়েই লড়াই করবো।’



মন্তব্য চালু নেই