মালয়েশিয়ায় ভূমিকম্পে ১১ জনের মৃত্যু
মালয়েশিয়ায় শুক্রবারের ভূমিকম্পে ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো আট জন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
দেশটির বর্নিও দ্বীপপুঞ্জের সাবাহ রাজ্যের পর্যটন মন্ত্রী মাসিদি মানজুন তার টুইটার বার্তায় জানান, ভূমিকম্পের পর শুক্রবার দুপুরে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো আট জন।
দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা চিত্রানুগ পাহাড়ের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছিল বলে জানা গেছে। তবে মালয়েশিয়াতে গত কয়েক দশকে এটি সবচেয়ে শক্তিশালী ভূীমকম্পগুলোর একটি। সাবাহ প্রদেশের অনেক এলাকাতেই ভূমিকম্পটি অনুভূত হয়েছিলো। ভূমিকম্পের পর লোকজনকে সাবাহ প্রদেশের রাজধানী কোটা কিনাবালুতে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই