মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা; মরদেহ আসছে কাল

মালয়েশিয়ার জাতীয় মসজিদেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে কোকোর লাশ ইউনিভার্সিটি অব মালায়া হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল দেশে আনা হবে কোকোর মরদেহ।

খালেদা জিয়ার ছোটো ভাই শামীম ইস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ স্থানীয় প্রবাসী বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশ নেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সোমবার কোকোর মরদেহ দেশে আনা হবে।

এর আগে কোকোর মরদেহ দেশে আনার জন্য মালয়েশিয়া পৌঁছান বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ৩ জন ।

উল্লেখ্য, গতকাল শনিবার বাংলাদেশে সময় দুপুর সাড়ে বারটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোকোর আকস্মিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছে বেগম জিয়া।

কোকোর মৃত্যর সংবাদ গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে পৌঁছালে কার্যালয়ের গেট খোলা হয়নি। তারপর এনিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে।

অসুস্থতার কারনে চিকিৎসা নিতে গত ২০০৮ সালের ১৯ জুলাই মাসে থাইল্যান্ডে যান আরাফাত রহমান কোকো।তারপর দীর্ঘ সাত বছর নানা আইনি জটিলতার কারনে দেশে ফিরতে পারেনি।



মন্তব্য চালু নেই